সংস্কৃত সহায়ক – sanskrit sahayak

  • সংস্কৃত সহায়ক

Semesters – 2

1. শিবরাজ বিজয়

2. শুকনাসোপদেশ:

3. সংস্কৃত গল্পঃ সাহিত্য

4. কারক ও বিভক্তি

5. কৃৎ প্রত্যয়

6. শব্দ রূপ

7. ধাতু রূপ

1. শিবরাজ বিজয়

Shivraj vijay

শিবরাজ বিজয়ের প্রথম নিঃশ্বাসের সার্বতো শিবরাজের প্রথম নিঃশ্বাস সূর্যসুথি দ্বারা শুরু হয়েছে একজন গুরু সেবা ফটো গৌরবর্ণের ব্রহ্মচারী গৌরবধূ যৌবনের কবল থেকে একটি ব্রাহ্মণ কন্যা কে উদ্ধার করে অনেক রাত্রি পর্যন্ত তাকে সান্তনা দিয়ে তার সেবা করে তারপর ঘুমিয়ে ছিল তাই সকালবেলা এসে তাড়াতাড়ি উঠতে পারেনি যদিও তার সহপাঠী সহপাঠী গুরুর গুরুর প্রাতঃকালীন সন্ধ্যার সমস্ত সামগ্রীর ব্যবস্থা করে দিয়েছিল।

২ ব্রহ্মচারী গৌর সিংহ ও শ্যাম সিংহ এদের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে তখন তারা এক মহা মনিকে পাহাড়ের শিখর থেকে নামতে দেখল সেই মহামনি কবে থেকে পাহাড়ের গুহায় ধ্যানে মগ্ন হয়েছিলেন তাকেও বলতে পারেনা তাই তাকে কেউ কপিলমুনি কেউ নমশমণি কেউ বা মার্কিন ডেও বলে মনে করে সেই মনে আশ্রমে এসে নিজের প্রসঙ্গে বলেন যে তিনি যুধিষ্ঠিরের সময় সমাধি মগ্ন হয়ে বিক্রমাদিত্যের সময় উঠেছিলেন এবং পুনরায় বিক্রমাদিত্যের সময় সমাধিমগ্ন হয়ে যবনদের অত্যাচার পূর্ণ বর্তমান সময়ে উত্থিত হয়েছেন মহা মনি ব্রহ্মচারীদের গুরুকে ভারতের বর্তমান অবস্থার কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন যমুন রায় এখন শাসন করছে কারণ পরাক্রমশালী রাজা বিক্রমাদিত্যের মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে ক্ষমতার লোভে মন্ত্রীরা রাজ কর্তব্য ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিরোধিতায় লিপ্ত হয়ে পড়ে সৈন্যরা ও নারীদের প্রতি আসক্ত হয়ে নিজেদের প্রভাব নষ্ট করে ফেলে সেই এই সুযোগে গজনী দেশের রাজা অত্যন্ত অহংকারী মহামদ মামুদ সৈন্য ভারতবর্ষকে আক্রমণ করে বসে, সে প্রজাদের সম্পদ লুট করার পাশাপাশি মন্দিরগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় মন্দিরের ভিতরের মূর্তিগুলিকে ভেঙে মূর্তির মধ্যস্থিত রত্ন সমূহ শত শত উটের পিঠে চাপিয়ে নিজের দেশে নিয়ে যায়

 

 

1 thought on “সংস্কৃত সহায়ক – sanskrit sahayak”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top